ই-কমার্স প্রতিষ্ঠান buymobile.com.bd তে পাওয়া যাচ্ছে অ্যালকাটেল এক্স১ স্মার্টফোন।। অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। রয়েছে ৬৪ বিটের ১.৪ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর।
এই সেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড়্রাগন এমএসএম৭৯২৯। স্মার্টফোনটিতে রয়েছে অ্যাড্রিনো৪০৫ (গ্রাফ্রিক্স প্রসেসর), সেন্সর রয়েছে, জি-সেন্সর, জাইরোস্কোপ, ইকমপাস, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর। অ্যালকাটেল এক্স১ স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ডুয়েল এলইডি ফ্ল্যাশের রিয়ার ক্যামেরা। এতে রয়েছে ফেস ডিটেকশন অটো ফোকাস( পি ডি এ এফ), টাচ ফোকাস, স্মাইল ডিটেকশন, এইচডিআর, ফেস বিউটি মোড, ভয়েস ক্যাপচার, ৭৯.৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল। অ্যাপাচার সাইজ এফ/২.২, ক্যামেরা সেন্সর ১/৩.০৬ ইঞ্চি, পিক্সেল সাইজ ১.১২ মাইক্রোমিটার, হাই ডাইনামিক রেঞ্জ। সেলফি প্রেমীদের জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সাথে আছে এফ ২.০ অটোফোকাস এল ই ডি ফ্ল্যাশ এবং ৭৫ ডিগ্রি উয়াইডার অ্যাঙ্গেল যাতে সবাই মিলে তোলা যাবে গ্রুপ সেলফি কিংবা উইফি।
দীর্ঘক্ষন চার্জ ধরে রাখার জন্য ২১৫০ এম এ এইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। হ্যান্ডসেটটির ইন্টার্নাল স্টোরেজ ১৬ জিবি। যা মাইক্রো এসডি দ্বারা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সেটটির র্যাম ২ জিবি।
মিরা ভিশন ইমেজ টেকনোলজির জন্য মোবাইলটির স্ক্রিন কালার চোখের জন্য বেশ আরামদায়ক এবং ছবি, ভিডিও, ওয়েব পেজ , অ্যাপজ কিংবা টেক্সট হবে ব্যবহারকারীর মনের মত। ডুয়াল সিমের কালো রংয়ের স্মার্টফোনটির বডির দৈর্ঘ্য ১৪৫ মিলিমিটার, প্রস্থ ৬৯.২ মিলিমিটার এবং পূরত্ব ৬.৯৯ মিলিমিটার, ১৪০ গ্রাম ওজন।
পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, সবাই ছোট ডিভাইসের মধ্যে সব কিছু পেতে চায়, অ্যালকাটেল এক্স১ স্মার্টফোনটির মধ্যে সব ধরনের উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। আগামীতেও আমরা আরও উন্নত প্রযুক্তির স্মার্টফোন নিয়ে বাজারে আসবো।
সেটটির মুল্যে ১৩ হাজার ৯৯৯ টাকা। ই-কমার্স ওয়েবসাইটের ত্রুয় করলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা।