গত ২০ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় অ্যাভিরা ধামাকা অফার এওয়ার্ড সিরিমনি। দেশের বাজারে অ্যাভিরা অ্যান্টিভাইরাস পরিবেশনে বিশেষ ভূমিকা পালন করে সারাদেশের ১৩ জন ব্যবসায়ী জিতে নিয়েছেন ১টি করে ডিসকভার মোটরসাইকেল, ১০ জন একটি করে ৪২ ইঞ্চি স্যামসাং টিভি, ৩১ জন একটি করে এইচপি ল্যাপটপ, ৫০ জন একটি করে ট্যাবলেট এবং ৬৫ জন একটি করে স্মার্টফোন জিতে নিয়েছেন। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর উদ্যোগে সারাদেশের অ্যাভিরা ডিলারদের উপস্থিতিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, পরিচালক জাফর আহমেদ, মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং অ্যাভিরা পন্য ব্যবস্থাপক মো: রাকিবুজ্জামানসহ প্রমুখ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাভিরা’র মধ্যপ্রাচ্য এবং এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রদীপ্ত ভৌমিক।