মাইক্রোসফটের ডাটা ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্ল্যাটফর্মে লিডস নির্মিত ইন্টারনেট অব থিংস (আইওটি) সল্যুশনের বিস্তৃত ব্যবহার নিয়ে লিডস করর্পোরেশেনের সাথে অংশীদারিত্ব করেছে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড। এ নিয়ে আজ মাইক্রোসফট কার্যালয়ে নিজেদের মাইক্রোসফট অ্যাজুর আইওটি স্যুইটভিত্তিক রিমোট মনিটরিং এবং প্রেডিক্টিভ মেইনটেনেন্স সল্যুশনের প্রদর্শন করে লিডস কর্পোরেশন। যেকোন জায়গায় অবস্থিত শিল্প স্থাপনার যেকোন ডিভাইস, সাইট ও প্ল্যান্ট থেকে এ সল্যুশন কেন্দ্রীয়ভাবে রিয়েল টাইম পর্যবেক্ষণ করা যাবে।
ছবি ক্যাপশন: মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং লিডস করপোরেশন লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।