অপো ফোন কিনে দীপিকা পাডুকোনের সাথে সাক্ষাৎ দুই ভাগ্যবান বিজয়ীর

অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেড এর আকর্ষণীয় কন্টেস্ট জিতে সম্প্রতি ভারত গিয়ে দীপিকা পাডুকোনের সাথে দেখা করে এসেছেন দুই ভাগ্যবান বাংলাদেশী বিজয়ী। এই ভাগ্যবান বিজয়ীরা হলেন ঢাকার সামিনা সুমি এবং নাজমুস সাকিব। বাংলাদেশ-ভারত-বাংলাদেশ সম্পূর্ণ ভ্রমণ খরচ অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেড বহন করেছে।

একই দিনে আরও ৫ জন ভাগ্যবান গ্রাহক বাংলাদেশী অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেম এর সাথে বাংলাদেশের সিক্স সিজন হোটেলে ডিনার করার সুযোগ পেয়েছেন। এছাড়া আরও ১০০ জন ভাগ্যবান গ্রাহক জিতেছেন ফ্রি ব্লু-টুথ স্পিকার। অপো স্মার্টফোনের F3 ও F3 প্লাস পরিবারের যে কোন ফোন কিনে এ অফারগুলো জেতার সুযোগ ঘোষণা করেছিলো অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেড।

গ্রাহকদের জন্য অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বলিউড কাঁপানো তারকা দীপিকা পাডুকোনের সাথে ভারত গিয়ে দেখা করার দারুণ এক অফারটি ঘোষণা করা হয়েছিল। অপো স্মার্টফোনের F3 ও F3 প্লাস পরিবারের ফোন কিনে একটি লাকী ড্রয়ের মাধ্যমে এই ২জন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ বিনা খরচে ভারতে গিয়ে দীপিকা পাডুকোনের সাথে দেখা করে আসার দারুণ সুযোগটি উপভোগ করেছেন।

Share This:

*

*