অপো কিনলে দেখা মিলবে দীপিকা পাডুকোনের

অপো F3 ও F3 প্লাস স্মার্টফোন কিনে দেখা মিলতে পারে বলিউড কাঁপানো তারকা দীপিকা পাডুকোনের সাথে। তবে এ দেখা হবে প্রতিবেশী দেশ ভারত গিয়ে। অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য এ অফার ঘোষণা করেছে। অফারের আওতায় লাকী ড্রয়ের মাধ্যমে যে কোন ২জন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ বিনা খরচে ভারতে গিয়ে দীপিকা পাডুকোনের সাথে দেখা করে আসার সুযোগ পাবেন। এছাড়া আরও ৫ জন ভাগ্যবান গ্রাহক পাবেন বাংলাদেশের জনপ্রিয় তারকাদের সাথে ডিনার করার সুযোগ। আরও ১০০ জন গ্রাহক ব্লু-টূথ স্পিকার ফ্রি পাবেন। গ্রাহকরা সুযোগটা লুফে নিতে পারেন এখনই। অফার সমন্ধে অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেভি বলেন, “আমরা অপো মোবাইল ফোনে শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারেই বিশ্বাস করি না, বরং আমরা গ্রাহকদের স্টাইলের বিষয়টাও বিবেচনায় রাখি। অপো সম্প্রতি F3 এর ব্ল্যাক ভার্সন বাজারে নিয়ে এসেছে। অপো F3 প্লাসের দাম ৪০,৯০০ টাকা এবং অপো সেলফি এক্সপার্ট F3 ২৬,৫০০ টাকা।

Share This:

*

*