অপো এখন যুক্তরাজ্যে

দ্যা সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো’র স্মার্টফোন খুব শীঘ্রই যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। তবে ঠিক কখন থেকে যুক্তরাজ্যে অপো’র স্মার্টফোন পাওয়া যাবে সে সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

যুক্তরাজ্যের ইনটেলেকচুয়্যাল প্রোপার্টি অফিস এবং ইউরোপিয়ান ইউনিয়নের ইইউআইপিও উভয় জায়গায় অপো ৬টি স্মার্টফোন লাইনের মোট ৪০টি নতুন মডেলের স্মার্টফোন নিবন্ধন করেছে। নিবন্ধনকৃত ৬টি স্মার্টফোন লাইন হলো অপো এ, অপো এএক্স, অপো এফএক্স, অপো আর, অপো আরএক্স এবং অপো ইউএক্স। নিবন্ধনকৃত নামগুলোর বেশিরভাগই একেবারেই নতুন এবং এই হ্যান্ডসেটগুলো এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। মডেল সংখ্যা কতো হতে পারে তাও এখনও বিবেচনাধীন। এশিয়া মহাদেশ এবং যুক্তরাজ্যে ব্র্যান্ডিং কৌশলের ধারয়াবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অপো বেশকিছু নতুন প্রজন্মের ডিভাইস নিবন্ধন করেছে। দেশে ট্রেডমার্ক নিশ্চিত করার পর প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বাজারে স্মার্টফোন নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছে, তবে তা কখন হতে পারে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয় নি।

Share This:

*

*