অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির দিকনির্দেশনা ঘোষণা করলো মেটলাইফ ফাউন্ডেশন

বিশ্বব্যাপী অনুন্নত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির দিকনির্দেশনা ঘোষণা করেছে মেটলাইফ ফাউন্ডেশন। মেটলাইফ এর ২০৩০ সালের মধ্যে অর্জনযোগ্য বৈচিত্র‌্য, সমতা এবং অন্তর্ভুক্তির প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে বহুমুখী এই দিকনির্দেশনা গ্রহণ করা হয়েছে। ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে ঐতিহাসিকভাবে প্রান্তিক এমন ব্যক্তি ও তাদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে এই দিকনির্দেশনা বাস্তবায়ন করতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল এবং ৮ লাখ স্বেচ্ছাসেবীর একটি দল প্রস্তুত করছে মেটলাইফ। 

মেটলাইফ ফাউন্ডেশন এর অনুদান জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও তিনটি মূল পোর্টফোলিওর সাথে সামঞ্জস্যপূর্ণ। এগুলো হলো: 

  • অর্থনৈতিক অন্তর্ভুক্তি- নতুন অর্থনৈতিক ব্যবস্থার জন্য যোগ্য, দক্ষ এবং মেধাবী জনগোষ্ঠী প্রস্তুত করা।
  • আর্থিক স্বচ্ছলতা- বৃহত্তর সম্পদ সুরক্ষার কৌশল হিসেবে বাজেট ব্যবস্থাপনা, সঞ্চয় ও ঋণের সুযোগ- সুবিধা চালু করা।
  • সহনশীল কমিউনিটি: জলবায়ু-কেন্দ্রিক তহবিল গঠনের মাধ্যমে একটি সহনশীল পৃথিবী তৈরির লক্ষ্যে সুরক্ষিত থাকার জন্য যেসব প্রয়োজনীয় বিষয় রয়েছে সেখানে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা। 

মেটলাইফের কর্মীদের স্বেচ্ছাসেবা ও তাদের অংশগ্রহণে পরিচালিত দক্ষতা-ভিত্তিক প্রকল্পগুলো মেটলাইফ ফাউন্ডেশনের প্রচেষ্টাগুলোকে ত্বরাণ্বিত করছে; একইসঙ্গে যা অলাভজনক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে মেটলাইফের কর্মীদের মেধাকে কাজে লাগাতে পারবে। ২০২১ সালে ৩৭টি দেশে ২৫,০০০ এরও বেশি মেটলাইফ কর্মী ৬১,০০০ এর বেশি কর্মঘণ্টা স্বেচ্ছাসেবায় দিয়েছেন।

দিকনির্দেশনাগত পরিবর্তনের অংশ হিসেবে, মেটলাইফ ফাউন্ডেশন প্রথম কিস্তিতে মোট ২৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তহবিল গঠন করেছে।

এ বিষয়ে প্রতিনিয়ত হালনাগাদ তথ্য পেতে মেটলাইফ এর বার্ষিক টেকসই প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হবে। মেটলাইফ ফাউন্ডেশন এর বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন এ ঠিকানায়  www.MetLife.org

Share This:

*

*