অনলাইন হোটেল বুকিং- জোভাগো দিচ্ছে ৭০ ভাগ ছাড়

ভ্রমণ পিয়াসু মানুষের ভ্রমণকে আরও সহজ করতে নানা সুবিধা দিচ্ছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। মে মাস ভ্রমন পিপাসীদের জন্য একটি নির্ভরযোগ্য মাস।  তাই এ মাসটিকে ভ্রমণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করে জোভাগো। যাঁরা ভ্রমণে যাবেন তাঁদের আগে থেকেই হোটেল বুকিংসহ নানা দরকারি জিনিস গোছাতে হয়। ভ্রমণকে আরও সহজ করতে জোভাগো তাই ‘মে মাই হলিডে’ নামের একটি কমসূচি চালু করল। এর আওতায় অনলাইন হোটেল বুকিং আরও সাশ্রয়ী হচ্ছে।

অনলাইনে হোটেল বুকিং দিলে ৭০ শতাংশ পযন্ত ছাড় দেবে জোগাভো।সারাদেশে জোভাগো প্ল্যাটফম ব্যবহার করে হোটেল বুকিং দেওয়া যাবে।জোভাগো ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে অনলাইনে হোটেল বুকিং দেওয়া যাবে। জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক কায়েস আলী বলেন, রোজার আগে অনেকেই ভ্রমণে যান।মে মাসের আবহাওয়া ও প্রকৃতির কারণে অনেকেই অবসর কাটাতে দেশের বিভিন্ন প্রান্তে যান। তাঁদের জন্য অনলাইন হোটেল বুকিংয়ে ছাড় দিচ্ছে জোভাগো। ১৫ মে থেকে ২৭ মে পযন্ত হোটেল বুকিংয়ে ৭০ শতাংশ পযন্ত ছাড় চলবে।

জোভাগোর ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

Share This:

*

*