লাইফ অ্যাণ্ড হেলথ লিমিটেড এর অনলাইন পার্টনার হলো মাই অর্গানিক বিডি ডটকম। গতকাল লাইফ অ্যাণ্ড হেলথ লিমিটেডের সাথে মাই অর্গানিক বিডি ডটকম এর মধ্যে এক চুক্তি সম্পন্ন হয়। লাইফ অ্যাণ্ড হেলথ লিমিটেড এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক প্রখ্যাত চিকিৎসক ডা. নীলাঞ্জন সেন এবং মাই অর্গানিক বিডি ডটকম এর প্রতিষ্ঠাতা সিইও শরীফুল আলম পাভেল এই চুক্তিতে স্বাক্ষর করেন। লাইফ অ্যাণ্ড হেলথ লিমিটেড থাইল্যাণ্ড থেকে খাদ্যের ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক পদার্থ দূর করার জন্য ‘কার্বনগ্রীন’, শিশুদের জন্য মাছ, মাংস, সবজি, সিরিয়াল ও ফলমূলের নির্যাস সমৃদ্ধ খাবার ‘পিচি’, এবং থাইল্যাণ্ডের বিখ্যাত ‘দইখাম’ ব্রান্ডের আম, লিচু, স্ট্রবেরি, মিক্সড বেরি, মাল বেরি, টমেটো, মিক্সড টমেটো ও প্যাশন ফ্রুট এর অর্গানিক জুসসহ নানা ধরনের উন্নত মানের স্বাস্থ্য এবং জীবনযাত্রা পণ্য আমদানি করে থাকে। মাই অর্গানিক বিডি এসব পণ্য এখন থেকে তাদের অনলাইন শপের মাধ্যমে দেশীয় ক্রেতাদের কাছে বিপণন ও বিক্রি করবে।
লাইফ অ্যাণ্ড হেলথ লিমিটেড থাইল্যান্ডের ব্যাঙ্কক হসপিটালের বাংলাদেশী সার্ভিস পার্টনার। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশে ই-মেডিসিন, টেলিমেডিসিন, গুরুতর রোগী স্থানান্তরসহ, রোগীর স্বাস্থ্য তথ্য (হেলথপ্রোফাইল) লিপিবদ্ধ করণসহ নানা ধরণের সেবা প্রদান করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটি বিখ্যাত আন্তর্জাতিক ব্রান্ডের স্বাস্থ্য পণ্য বাংলাদেশে আমদানি করে থাকে।
মাই অর্গানিক বিডি ডটকম একটি অর্গানিক অনলাইন রিটেইল স্টোর এবং বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন রিটেইল প্রতিষ্ঠানগুলোর একটি। এ প্রতিষ্ঠানটি অর্গানিক ও নিরাপদ পণ্য অনলাইনে বিপণন করে থাকে। এটা একটি সামাজিক ব্যবসায় উদ্যোগ যা বাংলাদেশে বিষাক্ত খাদ্য গ্রহণের পরিণাম ও খাদ্যে বিষ মেশানোর বিরুদ্ধে লড়াই করছে। মানুষকে এর পরিণাম সম্পর্কে সচেতন করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে। এই প্রতিষ্ঠানটি সর্বোৎকৃষ্ট মানের অর্গানিক খাবার এবং জীবনযাত্রা পণ্য অনলাইনে বিক্রি করে থাকে। ওয়েবসাইট: https://myorganicbd.com