বিশ্বব্যাপী জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো , সম্প্রতি, অনলাইনে কেনাকাটার অন্যতম মাধ্যম, বাগডুম ডটকম এর সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে, অপ্পো এর সকল মোবাইল ফোন এখন নিমেষেই অনলাইনে কেনা যাবে বাগডুম ডটকম এর ওয়েবসাইট থেকে।
রাজধানীর গুলশানে অবস্থিত, বাগডুম ডটকম এর হেড অফিসে অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, অপ্পো বাংলাদেশ লিমিটেড এর হেড অব মার্কেটিং, ব্রুস লী, মার্কেটিং অপারেশন ইন-চার্জ, মোঃ ইফতেখার উদ্দিন সানি, হেড অব পিআর, মোঃ জাইদুল ইসলাম এবং বাগডুম ডটকম এর সিইও, কামরুন আহমেদ, সিওও, মনোয়ার হোসেন খান, সিএমও, মিরাজুল হক সহ, দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে অপ্পো ও বাগডুম এই চুক্তিতে আবদ্ধ হয়।
অপ্পো বাংলাদেশ লিমিটেড এর হেড অব মার্কেটিং, ব্রুস লী, বলেন “অনলাইনের মাধ্যমে আমাদের ব্যবসা আরও বৃদ্ধি করার জন্য বাগডুম একটি দারুন প্ল্যাটফর্ম”।
নিখুঁত ডিজাইন ও স্মার্ট প্রযুক্তি দ্বারা ক্রেতাদের অসাধারণ মোবাইল ফোনের অভিজ্ঞতা প্রদান করা কোম্পানি অপ্পো এখন লাইফস্টাইল ই-কমার্স কে নতুন মাত্রায় নিয়ে যাওয়া প্রতিষ্ঠান বাগডুম ডটকম এ যোগদান করে, ক্রেতাসাধারণের জন্য নিয়ে এসেছে ঘরে বসে অনলাইনেই অপ্পো এর মোবাইল ফোন কেনার চমৎকার স্বাচ্ছন্দ্য। বাগডুম ডটকম থেকে অনলাইনে অপ্পো ফোনের কিছু বিশেষ মডেল ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন অপ্পো এর সৌজন্যে, সেলফি স্টিক, হেডফোন এবং আরও দারুণ সব উপহার।
বাগডুম ডটকম, ২০১০ ইং এ শুরু হওয়া বাংলাদেশের প্রথম ই-কমার্স প্লাটফর্ম, এখনই ডটকম এর নতুন রূপে রি-ব্র্যান্ড হওয়া পরিচিতি। অনলাইন কেনাকাটার এই সাইটটি বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সব ব্র্যান্ডগুলোকে একটি ছাঁদের নিচে নিয়ে এসে ক্রেতাদের সামনে প্রদান করছে, সারা বছর নানা রকম অফার দিয়ে। বাগডুম ক্রেতাদের সবচেয়ে ভাল পণ্যসামগ্রী সবচেয়ে কম দামে ও বিক্রেতাদের বড় পরিসরে নিজেদের ব্র্যান্ড ও নামকে তুলে ধরতে সাহায্য করছে।