প্রযুক্তি পণ্যে বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউনিক বিজনেস আজ তাদের প্রধান কার্যালয়ে আয়োজন করে এক সংবাদ সম্মেলনের । সংবাদ সম্মেলনের মুল উদ্দ্যেশই ছিলো প্রতিষ্ঠানটির বাজারজাত করা নতুন পণ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হাকিম (ম্যানেজিং ডিরেক্টর), হাবিবা নাসরিন রিতা (ডিরেক্টর অপারেশন), মোঃ এযাজুল করিম (ম্যানেজার চ্যানেল ডিস্ট্রিবিউশন), মোঃ সোহেল রানা (প্রোডাক্ট ম্যানেজার), লায়িক মোঃ জোবাইর হোসেন।
সংবাদ সম্মেলনে বেনকিউর একাউন্ট ম্যানেজার লায়িক মোঃ জোবাইর হোসেন বেনকিউর উপর একটি সুন্দর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি বেনকিউর এর বিভিন্ন মডেল এবং এর ভবিষ্যৎ রোড ম্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বাজারে নতুন কিছু মডেল পরিচয় করিয়েদেন। পণ্যগুলো হলো এমএসআই ল্যাপটপ CR62-7ML (core i3, core i5 & core i7), MSI CX62-7QL এবং বেনকিউ সাইনেজ সিরিজ ST430K; ST550K; ST650Kঝঞ৬৫০ক. ইন্টারেক্টিভ ফ্লাটপ্যানেল সিরিজ RPS 52; RP652H/RP702; RP790/RP840G। পরবর্তীতে এমএসআই একাউন্ট ম্যানেজার মোঃ সোহেল রানা বাজারে আসা নতুন মডেলের এমএসআই পন্যের পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য ইউনিক বিজনেস বাংলাদেশের বাজারে দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন আইসিটি পন্যের বাজারজাত করে আসছে।