ডিজাইনিং সফটওয়্যার নির্মানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অটোডেস্ক এর ভ্যালু অ্যাডেড ডিস্ট্রিবিউটর হয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। এখন থেকে বাংলাদেশে অটোক্যাড, অটোক্যাড এলটি, মায়া, থ্রিডিএস ম্যাক্স, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কালেকশন সহ অটোডেস্ক এর সকল সফটওয়্যারের লাইসেন্স বিক্রয় সেবা প্রদান করবে স্মার্ট টেকনোলজিস।